promotional_ad

তিন দিনে হেরে যাবে বাংলাদেশ, আশা করেনি ভারতও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে মাত্র তিন দিনেই টেস্ট জিততে পারবে সেটি ভাবেননি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তাঁর বিশ্বাস ছিল ইন্দোর টেস্টে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে সফরকারীরা।


যদিও বাস্তবে হয়েছে পুরো উল্টোটা। বিরাট কোহলিদের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তিন বিভাগেই মাহমুদউল্লাহদের নাস্তানাবুদ করে তিন দিনের মাথায় ইনিংস এবং ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত। 



promotional_ad

বাংলাদেশের এই অসহায় আত্মসমর্পণে অবাক হয়েছেন রাঠোর। অন্তত তিন দিনে ম্যাচ শেষ হবে এটা প্রত্যাশা করেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাবে এটা আমরা কেউ অনুমান করতে পারিনি।'


ইন্দোর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের টেস্ট দলপতি মুমিনুল হক। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই কাজে আসেনি দলের জন্য। প্রথম ইনিংসে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে মাত্র ১৫০ রানে অলআউট হয় তারা। এখানেই মূলত হেরেছে বাংলাদেশ।


রাঠোরের ভাষ্যমতে, 'বাংলাদেশ তো ভালো দল। হ্যাঁ, আমরা ভালো বোলিং করেছি। ওদের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা কাজে দেয়নি। ওদের প্রথম ইনিংসে ভালো করতে না পারাটা আমাদের কাজে দিয়েছে। তিন দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা সত্যি এটা আশা করিনি।’



সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়ে প্রথমবার দিবা রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ এবং ভারত। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball