এই টেস্ট ভুলে যেতে চান মুমিনুলরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৩০ রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে লজ্জাজনক এই পরাজয় ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ইন্দোর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলপতি। প্রথম টেস্টকে অতীতে রেখে কলকাতায় অনুষ্ঠিতব্য দিবা রাত্রির টেস্টে মনোযোগ দিতে ইচ্ছুক তিনি। দ্বিতীয় টেস্টে ভালো খেলার সুযোগ লুফে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন ২৮ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান।

সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'আমরা এই টেস্ট ভুলে যেতে চাই। সবকিছু অতীত। আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং কলকাতায় আমরা আরেকটি সুযোগ পাচ্ছি। আমাদের সেই সুযোগটি নিতেই হবে।'
দেশের বাইরে টেস্ট খেলতে গেলে বরাবরই বেশ সংগ্রাম করতে হয় বাংলাদেশকে। ভারতের মাটিতেও এর ব্যতিক্রম হয়নি। বিরাট কোহলিদের সামনে একেবারেই প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি তারা।
অধিনায়ক মুমিনুল অবশ্য এই সমস্যা নিরসনের একটি উপায় বাতলে দিয়েছেন। তাঁর মতে বিদেশের মাটিতে টেস্টে ভালো করতে হলে মানসিকতা শক্ত করার পাশাপাশি কঠোর অনুশীলন করতে হবে সকলকে।
মুমিনুল বলেন, 'দেশের বাইরে টেস্ট খেলা সবসময় চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আমরা দেশের বাইরে খুব একটা ভালো খেলতে পারি না। এটি অনেক বেশি চ্যালেঞ্জিং সত্যি কথা বলতে। অনেক চাপ থাকে, সেভাবে সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। অনুশীলন করতে হবে।'
আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্টে অংশ নিবে মুমিনুল-কোহলিরা।