আমরা দল হিসেবে খেলিনিঃ মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দল হিসেবে খেলতে ব্যর্থ হওয়ার কারণে ইন্দোর টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের বলে মনে করেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ভারতের বিপক্ষে এই ম্যাচে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে তারা। ফলে বিরাট কোহলিদের কাছে এক ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে পরাজিত হয়েছে মুমিনুলরা। তিন দিনে টেস্টে শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে মুমিনুল দল হিসেবে খেলতে না পারাকে দুষেছেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা ভালো ব্যাটিং করিনি, যদিও আমাদের কিছু ইতিবাচক দিক ছিল। মুশফিক, লিটন এবং মিরাজ ভালো ব্যাটিং করেছে দুই ইনিংসেই। কিন্তু আমরা দল হিসেবে খেলিনি। আমরা বড় জুটি গড়তে পারিনি এবং দল হিসেবে খেলিনি।'
ভারতের বিশ্বমানের বোলিং লাইন আপের সামনে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ওপেনার ইমরুল কায়েস এবং সাদমান ইসলাম অনিক। মুমিনুলের মতে ওপেনারা অন্তত ১৫ থেকে ২০ ওভার টিকে থাকতে পারলে এতটা কঠিন হতো না ম্যাচটি।
তাঁর ভাষ্যমতে, 'দেখুন, আমরা যে বোলিংয়ের বিরুদ্ধে খেলেছি সেটা অনেক চ্যালেঞ্জিং। ওপেনাররা যদি ১৫-২০ ওভার পর্যন্ত টিকে থাকতে পারতো তাহলে মনে হয় পরের দিকে সহজ হতো। ঐ ১০-১৫ ওভার আমাদের একটু চ্যালেঞ্জ নিতে হবে।'
প্রথম টেস্টে বড় পরাজয়ের পর এবার সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে বিরাট কোহলিদের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলবে দুই দল।