অলআউট চট্টগ্রাম, রুয়েল মিয়ার আট উইকেট

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট করেছে সিলেট বিভাগ। চট্টগ্রামের হয়ে একাই আট উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার রুয়েল মিয়া।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৮ বছর বয়সী রুয়েলের আক্রমণের সামনে টিকতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ২৬ রান খরচায় আট উইকেট নেন রুয়েল, যা তাঁর ক্যারিয়ার সেরা।

চট্টগ্রামের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করে করেছেন অধিনায়ক ইরফান শুক্কুর ও তাসামুল হক। এ ছাড়া সাজ্জাদুল হক ১৪, শাখাওয়াত হোসেন ১১ ও নোমান চৌধুরী ১০ রান করেন।
দুই অঙ্কের রান ছুঁতে পারেননি দলের বাকি ছয় জন। রুয়েল মিয়ার দাপটের দিনে একটি করে উইকেট নিয়েছেন ইমরান আলী ও রেজাউর রহমান।
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ১০৬/১০ (৩৫.১ ওভার)
(ইরফান ২১, তাসামুল ২১; রুয়েল ৮/২৬)