promotional_ad

টেস্ট অধিনায়ক কি তবে মাহমুদউল্লাহ?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অদভুত এক ভুলের শিকার হয়েছেন মমিনুল হক। ইন্দোর টেস্ট দিয়ে বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ইন্দোরের মূল ফকটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পাশে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ছবি। 


স্টেডিয়ামের মূল ফটকে পেটিএম টেস্ট সিরিজের যে ব্যানার রয়েছে সেখানে দুই টেস্ট অধিনায়কের ছবি ঝুলছে। কিন্তু বাংলাদেশের অধিনায়ক মমিনুল হকের পরিবর্তে সে জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদের ছবি ছাপা হয়েছে।



promotional_ad

এবারই প্রথম ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও সিরিজটি ২-১ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। 


সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে এখন টেস্ট সিরিজে লড়ছে দুই দল। যেখানে বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন মমিনুল হক। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এমন ভুল অবশ্যই বাংলাদেশের চোখে দৃষ্টিকটু।


সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেয়া হয় মমিনুল হককে। আর মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে দেয়া হয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব। 



মাহমুদউল্লাহ সহ-অধিনায়ক হিসেবে এই সিরিজে দায়িত্ব পালন করছেন। তবে তাঁর নেতৃত্বে ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১টি জয়, ৪টি হার ও ১টি ড্র করেছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball