ডমিঙ্গোর চোখে উভয় সঙ্কটে বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোর টেস্টে ৭ ব্যাটসম্যান এবং ৪ বোলারের কম্বিনেশনে দল সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু টেস্টের দ্বিতীয় দিন শেষে এই কম্বিশনই ব্যাকফুটে ঠেলে দিয়েছে মমিনুল হকের দলকে। প্রথম দিন ব্যাটসম্যানরা হতাশায় ডুবানোর পর দ্বিতীয় দিন আবু জায়েদ রাহী ছাড়া আর কোনো বোলারের কাছ থেকে আশানুরূপ পারফর্মেন্স পায়নি সফরকারী দল।
প্রথম দিন বাংলাদেশের ইনিংসের ১০ উইকেটের ৭টি নিয়েছেন ভারতের তিন পেসার। উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানকে বিপদে ফেলেছেন তারা। দ্বিতীয় দিন উইকেটে বেশি পরিবর্তন না এলেও এই সুবিধা নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।

প্রতিপক্ষ দল ৩ পেসার নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের একাদশে ছিল মাত্র ২ পেসার। মূলত অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর জন্যই বাড়তি পেসার খেলানোর চিন্তা থেকে সরে এসেছে দল। সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই জানিয়েছেন।
সেই সঙ্গে ভারতের ব্যাটসম্যানদের উদাহরণও টেনেছেন এই কোচ। কোহলি-রাহানেদের গড় ভালো হওয়ায় তারা চাইলেই ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে বলে করছেন তিনি। কিন্তু বাংলাদেশের এই সুযোগ নেই বিধায় বিষয়টি উভয় সঙ্কট মনে করছেন তিনি।
ডমিঙ্গো বলেন, `যখন আপনার দলের শীর্ষ ছয় ব্যাটসম্যানের গড় ৪৫-৫০ হবে অনায়াসে ৬ ব্যাটসম্যান নিয়ে খেলতে পারেন। ভারতীয় ব্যাটিং লাইনআপ দেখেন। দুর্ভাগ্য, আমাদের তেমন ব্যাটসম্যান নেই। এ ঘাটতি পুষিয়ে নিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলছি।`
`যদি আপনি উইকেট না পান তখন শুনতে হবে কেন অতিরিক্ত বোলার নিইনি। আমরা এই কারণেই একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছি। উভয় সঙ্কটে থাকার মতো একটি পরিস্থিতি।ঘটনার পর বুদ্ধি বের হলে শুনতে ভালোই লাগে’ ডমিঙ্গো আরও যোগ করেন।