promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ব্র্যাডম্যানকে ছাড়ালেন আগারওয়াল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টেস্ট সিরিজে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান ভারতের ডানহাতি ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। এবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি।


ফলে সবচেয়ে কম ইনিংস খেলে দুটি ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান হিসেবে কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে গেছেন ২৮ বছর বয়সী আগারওয়াল। দুটি ডাবল সেঞ্চুরি পেতে ব্র্যাডম্যানকে খেলতে হয়েছিল ১৩টি ইনিংস। কিন্তু আগারওয়াল ১২ ইনিংসে এই কীর্তি গড়লেন।



promotional_ad

দ্রুততম সময়ে দুটি ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে আছেন ভারতেরই আরেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ৫ ইনিংসেই দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন। 


বাংলাদেশের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৪৩ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। ৮টি ছয় এবং ২৮টি চারের সাহায্যে এই ইনিংসটি সাজান তিনি। আগারওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এরই মধ্যে ৩৪৩ রানের বিশাল লিড নিয়েছে বিরাট কোহলির ভারত।


টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে খেলা শেষ করেছে তারা। রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন। জাদেজা ৬০ ও উমেশ অপরাজিত আছেন ২৫ রানে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball