promotional_ad

বাংলাদেশ এবং ভারতের পার্থক্য জানালেন অশ্বিন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্টে অভিজ্ঞতার দিক থেকে ভারতের থেকে যোজন দূরত্বে অবস্থান বাংলাদেশের। ভারতের বেশিরভাগ ক্রিকেটারেরই গড়ে ৪০টি করে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এখানেই বাংলাদেশের সঙ্গে নিজেদের পার্থক্য খুঁজে পাচ্ছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন।   


ইন্দোর টেস্টে ভারতের বোলারদের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেছে তারা। দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে নিজেদের পার্থক্য জানান অশ্বিন।



promotional_ad

তারকা এই অলরাউন্ডার বলেন, 'আপনাকে একটি ব্যাপার বুঝতে হবে যে আমাদের দলে অনেক অভিজ্ঞ টেস্ট খেলোয়াড় আছে। আমাদের প্রায় প্রত্যেকেই গড়ে ৪০-৫০ টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা বেশ অনভিজ্ঞ। আমি আসলে এই নম্বরটি (অনভিজ্ঞ খেলোয়াড়ের) সঠিক জানি না।'


বাংলাদেশ অল্প রানে অলআউট হলেও একটা সময় বড় স্কোরের আভাস দিচ্ছিলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। দলীয় ৩১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন তাঁরা। ৯৯ রানের সময় মুমিনুলকে বোল্ড করে এই জুটি ভাঙেন অশ্বিন। পরবর্তীতে দ্রুত অলআউট হয় বাংলাদেশ।


ভারতের ধারাবাহিক ভালো বোলিংয়ের কল্যাণে মুমিনুলদের গুটিয়ে দেয়া সম্ভব হয়েছে জানিয়ে অশ্বিন বলেন, 'আমার মতে বাংলাদেশ সকালে ভালো ক্রিকেট খেলেছে। যদিও আমাদের ধারাবাহিক ভালো বোলিংয়ের কাছে তারা ছন্দ হারিয়ে ফেলে। বাংলাদেশের বিপক্ষে না গিয়ে আমি বলবো তারা ভালো খেলেছে।' 



বাংলাদেশের বিপক্ষে এখনও ৬৪ রানে পিছিয়ে আছে স্বাগতিক ভারত। ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন ১ উইকেটে ৮৬ রান নিয়ে খেলতে নামবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball