promotional_ad

প্রত্যাশার বেলুন ছোট রাখতে বলছেন মুমিনুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে দুইজন পেসার নিয়ে ইন্দোর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এই দুই পেসারের মধ্যে আবু জায়েদ রাহির টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র ৫টি। অপরদিকে এবাদত হোসেন খেলেছেন ২টি টেস্ট। 


এত কম টেস্ট খেলেই ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে রাহি এবং এবাদতরা ভালো করতে পারবেন এমনটা ভাবা কঠিন। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হকও তাদেরকে নিয়ে খুব বেশি প্রত্যাশা করছেন না। 



promotional_ad

রাহি এবং এবাদতদের আরো সময় দিতে হবে বলে জানান তিনি। ইন্দোর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'দেখুন যে দুই জন টেস্ট বোলার বল করছে তারা কিন্তু বেশি টেস্ট ম্যাচ খেলেনি। খুব বেশি হলে ৫-৬ টা। আমার কাছে মনে হয় খুব বেশি প্রত্যাশা করা যাবে না। ওদের একটু সময় লাগবে, কারণ আপনারা জানেন যে টেস্ট ক্রিকেটে সময় লাগে, ভালো অবস্থানে যাওয়ার জন্য সময় লাগবে। তাই ধৈর্য ধরতে হবে।'


স্পোর্টিং উইকেট হওয়া সত্ত্বেও ইন্দোরে মাত্র দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ভারত খেলছে তিন স্পেশালিষ্ট পেসার নিয়ে। অবশ্য এর একটি ব্যাক্ষা দিয়েছেন মুমিনুল। টেস্ট খেলার উপযোগী পেসার কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট বলে জানান তিনি। 


মুমিনুল বলেন, 'সত্যি কথা বলতে আমাদের স্টকে চার দিনের ম্যাচ খেলার মতো খেলোয়াড় কম। যে দুই জন (পেসার) খেলছে তারা কিন্তু নিয়মিত চার দিনের ম্যাচ খেলে। হুট করে এভাবে খেলতে নামা আসলে কঠিন। আর আমরা সত্যি কথা বলতে ব্যাটিংয়ের প্রতি বেশি গুরুত্ব দেই সবসময়। যার কারণে হয়তো দুইজন পেস বোলার খেলানো হয়।'



ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু খেলতে নেমে উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং রবীচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে মাত্র ১৫০ রানে প্রথম ইনিংসে অলআউট হয় সফরকারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball