ইনজুরিতে ইমার্জিং এশিয়া কাপ শেষ বিপ্লবের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফের হাতে চোট পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। হংকংয়ের বিপক্ষে ইমার্জিং কাপের ম্যাচ চলাকালীন ডান হাতে চোট পান এই স্পিনার। ফলে অন্তত ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই লেগ স্পিনারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, `বিপ্লব ডানহাতে চোট পেয়েছে, দুটি সেলাই পড়েছে। ১০দিনের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।`

বৃহ???্পতিবার ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের দুই আঙুলের মাঝে চোট পান বিপ্লব।
সে সময় তার হাতের তালু ফেঁটে যায় । যে কারণে মাত্র ৩ ওভার বোলিং করেই উঠে যেতে হয় তাঁকে। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে একই ভাবে চোট পেয়েছিলেন এই তরুণ।
চোটাক্রান্ত জায়গায় পড়ে তিনটি সেলাই। পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হয় তাকে। সেবার চোটটি ছিল বাঁহাতে। এবার ডানহাতে চোট পেয়েছেন এই লেগ স্পিনার।
৮ দলের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে দেশের চার ভেন্যুতে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। উদ্বোধনী দিন হংকংয়ের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে আসরের শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ।