promotional_ad

বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন লঙ্কানদের বিপক্ষে ১৬১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আকবর আলীর দল। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশের যুবারা।


সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ৩৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৩১.১ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। 



promotional_ad

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই লঙ্কান ওপেনার মোহাম্মদ শামাজ এবং পারানাভিতারানা। ৫.৫ ওভারে স্কোরবোর্ডে ৬৪ রান তলার পর বিদায় নেন সামাজ। ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে।


উইকেট হারালেও হাত খুলে খেলা বন্ধ করেনি লঙ্কানরা। পরের ওভারে রাভিন্দু রাসান্থা ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন পারানাভিতারানা। কিন্তু দশম ওভারে ফিরে যান এই ওপেনার। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা।


মাত্র ৭৯ রানের মধ্যে আরও ৭ ব্যাটসম্যানকে বিদায় করে বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। শরিফুল এবং সাকিব নেন ২টি করে উইকেট। এর আগে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ।



সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৩৪০/৭ (৫০ ওভার) (হৃদয় ১২৩) (মাধুশঙ্কা ২/৬৫)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ঃ ১৭৯ অল আউট (৩১.২ ওভার) (পারানাভিতারানা ৫০) (সাকিব ২/৪৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball