promotional_ad

সৌম্যর ব্যাটে বাংলাদেশের বড় জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপের সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার হংকংকে হেসে খেলে ৯ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৭৪ বলে ৮৪ রান নিয়ে অপরাজিত ছিলেন ওপেনার সৌম্য সরকার। একমাত্র উইকেটটি নিয়েছেন এহসান খান। 


এদিন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় হংকং। সর্বোচ্চ ৩৫ রান এসেছে হারুন আর্শাদের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন পেসার সুমন খান।


জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হংকংয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার। প্রথম ১৫ ওভারের মধ্যে দলের স্কোরবোর্ডে ৯১ রান যোগ করেন দুজন।



promotional_ad

নাঈম শেখ তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে, ব্যক্তিগত ৫২ রানে এহসান খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন সৌম্য।


হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর হংকংয়ের বোলারদের বিপক্ষে হাত খুলেন এই ওপেনার। এরপর অবশ্য এই দুজনের ব্যাটে ভর করেই ১৫৫ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল।


৭৪ বলে ৯ বাউন্ডারি এবং ৩ ছক্কার সাহায্যে সৌম্য অপরাজিত থাকেন ৮৪ রানে। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ২২ রান। ৩৯ রান খরচায় ১ উইকেট নেন এহসান খান।


সংক্ষিপ্ত স্কোরঃ 



হংকংঃ ১৬৪/৯ (৫০ ওভার) (হারুন আর্শাদ ৩৫, আইজাজ খান ২৫) (সুমন খান ৪/৩৩) 


বাংলাদেশঃ ১৬৬/১ (২৪.১ ওভার) (সৌম্য ৮৪*) (এহসান ১/৩৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball