হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ১২৩ রানে। ২টি করে উইকেট নিয়েছেন দিলশান মাধুশাঙ্কা এবং কাভিন্দুর নাদিশান।
এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান শ্রীলঙ্কার অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া। লঙ্কানদের আমন্ত্রনে ব্যাটিং করতে নেমে দলীয় ১৭ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে হাল ধরেন ওপেনার তানজিদ হাসান।
দুজন মিলে ৭৯ রান যোগ করার পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। ব্যক্তিগত ৬০ রানে তানজিদ বিদায় নিলেও তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়েন জয়। তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি।

৫২ রান করে জয় বিদায় নিলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে লঙ্কান বোলারদের বিপক্ষে রান তুলতে থাকেন হৃদয়। আকবর আলীকে সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।
আকবর ৪৩ বলে ৫২ রান করে ফিরলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন হৃদয়। তাঁর অপরাজিত ৯৮ বলে ১২৩ রানের ওপর ভর করে ৩৪০ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের দেয়া ৩৪১ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রতিবেদনটি লিখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৪ রান। ২টি করে উইকেট নিয়েছেন তামজিদ হাসান এবং শরিফুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৩৪০/৭ (৫০ ওভার) (হৃদয় ১২৩) (মাধুশঙ্কা ২/৬৫)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ঃ ১০৪/৫ (১২ ওভার)