নাঈম-সৌম্যের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত সূচনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতে পারেনি হংকং। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানের পুঁজি পেয়েছে দলটি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে হারুন আর্শাদের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন পেসার সুমন খান। ১৬৫ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
সৌম্য-নাঈমের ঝড়ঃ ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে হংকংয়ের বোলারদের পাত্তাই দিচ্ছেন না দুই ওপেনার সৌম্য সরকার এবং নাঈম শেখ। একপ্রান্তে হাত খুলে ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন নাঈম শেখ।

৫২ রানে অপরাজিত আছেন তিনি। নাঈমকে বেশি ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন সৌম্য। অপরপ্রান্তে ৩২ রানে ক্রিজে ব্যাটিং করছেন এই ওপেনার। দুজনের ব্যাটে ১৫ ওভারে ৯১ রান স্কোরবোর্ডে তুলেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
হংকংঃ ১৬৪/৯ (৫০ ওভার) (হারুন আর্শাদ ৩৫, আইজাজ খান ২৫) (সুমন খান ৪/৩৩)
বাংলাদেশঃ ৯১/০ (১৫ ওভার) (নাঈম ৫২*, সৌম্য ৩২*)