বাংলাদেশকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিল হংকং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতে পারেনি হংকং। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানের পুঁজি পেয়েছে দলটি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে হারুন আর্শাদের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন পেসার সুমন খান।
বিকএসপিতে এদিন টসে জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৩২ রান যোগ করতেই দুই ওপেনারকে হারিয়ে বসে হংকং।
দুটি উইকেটই নেন পেসার সুমন খান। খানিক পর দলীয় ৩৯ রানে উইকেটরক্ষক ব্যাটসম্যান শহীদ ওয়াসিফকে বিদায় করেন মেহেদি হাসান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিঞ্চিত শাহ এবং ওয়াজিদ শাহ।

দলীয় ৬৯ রানে আফিফ হোসেনের বলে বিদায় নেন কিঞ্চিত। খানিক পর ওয়াজিদকে বিদায় করেন হাসান মাহমুদ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক আইজাজ খানের সঙ্গে জুটি গড়ে দলকে ১০০'র ওপর নিয়ে যান হারুন আর্শাদ।
ব্যক্তিগত ৩৫ রানে মেহেদি হাসানের দ্বিতীয় শিকার হয়ে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন আর্শাদ। এরপর নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে দেখে শুনে খেলে দলকে ১৫০'র পুঁজি এনে দেন আইজাজ।
দলীয় ১৫১ রানে ৪৭তম ওভারে সুমন খানের বলে বিদায় নেন আইজাজ। ২৫ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান স্কোরবোর্ডে তোলে হংকং।
সংক্ষিপ্ত স্কোরঃ
হংকংঃ ১৬৪/৯ (৫০ ওভার) (হারুন আর্শাদ ৩৫, আইজাজ খান ২৫) (সুমন খান ৪/৩৩)