promotional_ad

টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ পুরান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিংয়ের কারণে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে নিকোলাস পুরানকে। আচরণবিধির ‘লেভেল থ্রি’ ধারা ভঙ্গ করায় বুধবার ক্যারিবীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।


পুরানকে নিষিদ্ধ করার বিষয়ে এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন পুরান, যা ‍‘বলের কন্ডিশন বদলানোর’ সঙ্গে সম্পর্কিত। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি বুড়ো আঙুলের নখ দিয়ে ‍বলে আচড় কাটছেন।’ ‍



promotional_ad

‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরের চারটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হলো পাঁচটি ডিমেরিট পয়েন্ট।’


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই কাণ্ড ঘটিয়েছেন পুরান। যদিও সেই ম্যাচে পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় ক্যারিবিয়ানরা। 
 
চার ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পর কৃতকর্মের জন্য সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পুরান বলেছেন, ‘লক্ষ্ণৌতে সোমবার মাঠে যে ঘটনা ঘটেছে, সেটার জন্য আমার সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’


‘আমি স্বীকার করছি অনেক বড় ভুল করেছি। আইসিসির শাস্তি মেনে নিচ্ছি। সবাইকে নিশ্চয়তা দিচ্ছি এটা পৃথক একটা ঘটনা এবং আর কখনও হবে না। এখান থেকে আমি শিক্ষা নিবো, কথা দিচ্ছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’



অপরাধ শিকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই পুরানের। শাস্তির কারণে আফগানিস্তাদের বিপক্ষে সিরিজের ৩টি টি-টোয়েন্টি এবং ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন না ক্যারিবীয় এই ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball