তিন পেসারের পরিকল্পনায় ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিরাট কোহলি ভারতের অধিনায়ক হওয়ার পর বদলে গিয়েছে দলটির পেস বোলিং বিভাগ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও আগুন ঝরানো বোলিং করেছেন উমেশ যাদব-ইশান্ত শর্মারা। তিন টেস্টে মোট ২৬ উইকেট নিয়েছে পেসাররাই।
দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশকে পেস আক্রমণ দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ভারত। দলপতি বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন, তিন পেসার নিয়ে ইন্দোর টেস্টে মাঠে নামার পরিকল্পনায় আছে তাঁর দলের।

গেল সিরিজে একটি টেস্টে তিন পেসার নিয়ে খেলেছিল বিরাটবাহিনী। কোহলি বলেন, ‘উইকেটের দিকে তাকিয়ে এটিই মনে হচ্ছে সবচেয়ে সম্ভাব্য (তিন পেসার)। আরেকটি বড় কারণ, উমেশ যেভাবে বোলিং করছে (গত কয়েক টেস্টে)।’
‘শামি তো দুর্দান্ত করছেই। বুমরাহ ফিট নন। গত ২ বছরে ইশান্ত আমাদের সবচেয়ে ধারাবাহিক বোলার এবং টেস্টে আমাদের সাফল্যে তার বড় ভূমিকা আছে। ওর অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে।’
নিজেদের পেস আক্রমণকে সেরা মানছেন কোহলি। তিনি আরও বলেন, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব, আমাদের পেস আক্রমণ একদম চূড়ায়। সেরা তিনের কথা বলব না। ওদের এটা প্রাপ্য (স্বীকৃতি)।’
‘অধিনায়ক হিসেবে যখন যাত্রা শুরু করলাম, এটি নিয়েই ছিল আমাদের আলোচনা। আমার মাথায় এটি ছিল এবং আমি সত্যিই এমন কিছু দেখতে চেয়েছিলাম। ব্যাটিং কখনোই আমাদের সমস্যা ছিল না, স্পিন সমস্যা ছিল না।’ যোগ করেন কোহলি।