promotional_ad

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ইন্দোরের হলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের অনুপস্থিতিতে এই ম্যাচে সেরা একাদশ সাজানো নিয়ে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশকে। 


ধারণা করা হচ্ছে, এই টেস্টে তিন পেসার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। কারণ পরিসংখ্যান বলছে, ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেট থেকে পেসাররা যথেষ্ট বাউন্স পেয়ে থাকেন। তার ওপর ম্যাচের আগের দিনও উইকেটে ঘাস দেখা গেছে। তাই এখানে পেসাররা বাড়তি সুবিধাই পাবেন বলে ধারণা করা হচ্ছে।  


promotional_ad

সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে দেখা যেতে পারে আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেনকে। এ ছাড়া স্পিনারদের মধ্যে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের ওপর ভরসা রাখবে বাংলাদেশ।  


এই টেস্ট বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসের। তামিম ইকবালের অনুপস্থিতিতে তাঁকে এই গুরু দায়িত্ব দেয়া হতে পারে। ইমরুলের সঙ্গী হিসেবে খেলবেন সাদমান ইসলাম অনিক। 


বাংলাদেশের মতো তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা আছে ভারতেরও। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টেস্ট সিরিজের দলটি নিয়েই খেলার জোর সম্ভাবনা রয়েছে তাদের। ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং মোহাম্মদ শামির ওপর ভরসা রাখতে পারে স্বাগতিকরা। এ ছাড়া স্পিনারদের মধ্যে রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে থাকবেন রবীন্দ্র জাদেজা। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।    


ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball