promotional_ad

কলকাতা টেস্টের সময়সূচিতে পরিবর্তন

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারত-বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্টের সময়সূচিতে পরিবর্তন এসেছে। শিশিরের কথা বিবেচনা করে ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২২ নভেম্বর দেড়টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে  বাংলাদেশ সময় দুপুর একটায় (ভারতের সময় সাড়ে ১২টায়)।


ভারতে এখন শীতকাল। সন্ধ্যা থেকেই মাঠে জমা হতে থাকবে শিশির। দিবা-রাত্রির এই ম্যাচটি যেহেতু রাত ৮টা পর্যন্ত চলবে, সেক্ষেত্রে শিশির বড় সমস্যা হয়ে উঠতে পারে। এই সমস্যার কারণে বিসিসিআইকে টেস্টের সময় পরিবর্তনের জন্য আবেদন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এরপর অনুমতি দেয় বিসিসিআই।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে তাদের একটি খবরে লিখেছে, ‘শিশিরের কথা বিবেচনা করে বিসিসিআই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধ আমলে নিয়েছে। দুপুর একটার পরিবর্তে খেলা শুরু হবে সাড়ে ১২টায় (ভারতের সময়)।’

বাংলাদেশ-ভারতের মধ্যকার কলকাতা টেস্ট উপলক্ষে বর্ণীল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। টেস্ট শুরুর আগে ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

২২ নভেম্বর ইডেনে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির এই টেস্টের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার, দেশটির অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা, দেশটির টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং বক্সিং চ্যাম্পিয়ন এমসি ম্যারি কম।

এ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টের (বাংলাদেশের অভিষেক টেস্ট) সকল ক্রিকেটারকেও দাওয়াত দেয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। উদ্বোধনী দিনে ভারতের ইতিহাসের সব সাবেক অধিনায়কেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

দিন-রাতের গোলাপি বলের টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।  



promotional_ad

 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball