রান তালিকার শীর্ষে নাসির

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শেষে রান তালিকার শীর্ষে আছেন রংপুর বিভাগের নাসির হোসেন। পঞ্চম রাউন্ডের দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি পাওয়ায় তালিকায় সবার উপরে উঠে গেছেন এই অলরাউন্ডার।
নয় ইনিংসে ৬২.৫৭ গড়ে তাঁর মোট রান ৪৩৮। একটি সেঞ্চুরিসহ তিনটি হাফ সেঞ্চুরিও আছে ডানহাতি এই ব্যাটসম্যানের। তালিকার দুইয়ে আছেন ঢাকা বিভাগের তাইবুর রহমান।

আট ইনিংসে ৫৮.৮৫ গড়ে ৪১২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর।
তালিকার তৃতীয় স্থানে আছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। সাত ইনিংসে জোড়া সেঞ্চুরিসহ ৬২.৮৩ গড়ে ৩৭৭ রান করেছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই ওপেনার।
চতুর্থ স্থানে আছেন ঢাকা বিভাগের রকিবুল হাসান। আট ইনিংসে ৫৩.৫৭ গড়ে ৩৭৫ রান করেছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটার। কোনও সেঞ্চুরি না করতে পারলেও রকিবুল পাঁচটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
তালিকার পঞ্চম স্থানে আছেন চট্টগ্রাম বিভাগের পিনাক ঘোষ। নয় ইনিংসে একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরিসহ ৩৭১ রান করেছেন তিনি। গড় ৫৩।