promotional_ad

রুবেল-রেজাদের আগুন ঝরানো বোলিংয়ের ম্যাচ ড্র

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ড্র হয়েছে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি। শেষ দিন বিকেল সাড়ে তিনটা নাগাদ ম্যাচের ফলাফল ড্র ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯১ রান তুলেছিল রাজশাহী। দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে একাই ৪ উইকেট নেন আব্দুর রাজ্জাক।


ম্যাচ ড্র হলেও শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে খুলনা। শেষ রাউন্ডে জয় পেলে বা ড্র করলেই এবারের জাতীয় লিগের শিরোপা জিতে যাবে তুষার ইমরান আব্দুর রাজ্জাকরা। শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ঢাকা ডিভিশন।


এর আগে ম্যাচের প্রথম দুই দিনের খেলার বেশিরভাগ অংশ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ১২ ওভার। তৃতীয় দিন খেলা হয়েছে সম্পূর্ণ দিন।


তৃতীয় দিন আলো ছড়িয়েছিলেন খুলনার পেসার রুবেল হোসেন। তার তাণ্ডবে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় রাজশাহী বিভাগের প্রথম ইনিংস। ৫১ রানে ৭ উইকেট নিয়েছেন রুবেল। যা ডানহাতি এই পেসারের প্রথম শ্রেণির সেরা বোলিং ফিগার।



promotional_ad

জবাবে ব্যাটিংয়ে নেমে খুলনা প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৪ রান করে তৃতীয় দিন শেষ করেছে। আগের দিন ১২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান তুলেছিল রাজশাহী।


শেষ দিন ব্যাটিং করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায় খুলনা। অমিত মজুমদার ৫৯ এবং তুষার ইমরানের ব্যাট থেকে আসে ৫৮ রান। নাহিদুল ইসলাম করেন ৩৩ রান। রাজশাহীর হয়ে একাই ৬ উইকেট নেন ফরহাদ রেজা।


জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৭ উইকেটে ১৯১ রান তুলেছিল রাজশাহী। সর্বোচ্চ ৫১ রান আসে অভিষেক মিত্রর ব্যাট থেকে। খুলনার হয়ে আব্দুর রাজ্জাক শিকার করেন ৪ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে


রাজশাহী ১ম ইনিংসঃ ৫০.৪ ওভারে ১৫১ (মিজানুর ৪৩, জুনায়েদ ২৩, সানজামুল ৪৮; রুবেল ৭/৫১, রাজ্জাক ২/৬০)।



খুলনা ১ম ইনিংস: ৭৩.১ ওভারে ২০১ অল আউট (অমিত ৫৯, তুষার ৫৮) (ফরহাদ রেজা ৬/৪৮)।


রাজশাহী ২য় ইনিংসঃ ৬১ ওভারে ১৯১/৭ (অভিষেক ৫১) (রাজ্জাক ৪/৬৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball