promotional_ad

মায়ের অসুস্থতায় দেশে ফিরেছেন মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টোয়েন্টি সিরিজের হারের পর এবার ভারতের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম টেস্টের ভেন্যু ইন্দোরে পৌঁছে গিয়েছে মমিনুলবাহিনী। কিন্তু আফিফ-নাঈমদের সঙ্গে আচমকা দেশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন।


চোটের কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। এবার সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারছেন না মোসাদ্দেক। তবে ইনজুরি নয়, মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরতে হয়েছে তাঁকে।



promotional_ad

দেশে ফেরার পর মোসাদ্দেক বলেছেন, 'হুট করে মায়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেলো। লিভারের সমস্যা আগে থেকেই ছিলো। এখন সমস্যাটা প্রকট আকার ধারন করেছে। তাই ফিরে আসতে হলো। সবাই দোয়া করবেন। আমার বাবা নেই, মা-ই তো সব।'


ইন্দোর টেস্টে মোসাদ্দেককে যে পাওয়া যাচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, 'খেলা ছাড়া থাকা তো কঠিন। এই মুহূর্তে মায়ের কাছে থাকাই বেশি জরুরি মনে করছি। পরের টেস্টে থাকবো কি থাকবো না, সেটা নিয়ে ভাবছি না।'


মায়ের অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও জানিয়েছেন মোসাদ্দেক। অসুস্থ মায়ের একটি ছবি পোস্ট করে এই অলরাউন্ডার লিখেছেন, ‘আশা করছি সবাই এখন বুঝতে পারছে কেন আমি ভারত থেকে চলে এসেছি।' 



বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত। ২২ নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball