হেরেও শোয়েবের অভিনন্দন পাচ্ছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে যথেষ্ট লড়াই করেছে বাংলাদেশ বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। সিরিজ নির্ধারণী ম্যাচে লোকেশ রাহুল এবং স্রেয়াশ আইয়ারের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য দেয় ভারত।
এই লক্ষ্যে খেলতে নেমে ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে কাঁপিয়ে দেন ২০ বছর বয়সী ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। নাঈমের ব্যাটে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। যদিও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে মাহমুদউল্লাহদের।

এরপরেও অবশ্য শোয়েবের টুপি খোলা অভিনন্দন পাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, 'তৃতীয় টি-টোয়েন্টিতে আমরা ভালো প্রতিযোগিতা আশা করেছিলাম, যদিও ভারত অনেক ভালো একটি দল বাংলাদেশের চেয়ে। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে তাদেরকে টুপি খোলা অভিনন্দন।'
মুশফিক, মাহমুদউল্লাহরা এখন যেকোনো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে জানে, বিশ্বাস শোয়েবের। শুধু তাই নয়, বাংলাদেশকে এখন আর অর্ডিনারি দল হিসেবেও দেখতে নারাজ তিনি।
মাহমুদউল্লাহদের ভূয়সী প্রশংসা করে সাবেক এই স্পীড স্টার বলেন, 'বাংলাদেশ এখন আর অর্ডিনারি দল নয়, তাদেরকে হারানো সহজ নয়। এখনকার বাংলাদেশ ২০ বছর আগে খেলা দলটির মতো নয়। এই বাংলাদেশ এখন আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে জানে।'
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার টেস্টের মিশনে মাঠে নামছে তারা। আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ইন্দোরের হোল্কার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে এই ম্যাচটি।