ভারত দেখিয়েছে কারা বসঃ শোয়েব আখতার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের মতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেখিয়েছে স্বাগতিক ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কারা বস সেটাই দেখিয়ে দিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাটিং তান্ডবে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। এরপর শেষ ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে মাহমুদউল্লাহদের ৩০ রানে হারিয়ে সিরিজ জেতে ভারত।

নাগপুরের এই ম্যাচটি সরাসরি প্রত্যক্ষ করা শোয়েব তাই ভারতকেই বস হিসেবে দেখছেন। তিনি বলেন, 'ভারত প্রমাণ করেছে এই ম্যাচে কারা বস। তারা প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা যখন ব্যাট হাতে লম্বা ইনিংসটি খেলে তখন আর উপায় ছিল না বাংলাদেশের। সে অসাধারণ একজন প্রতিভা যে কিনা যখন খুশি রান করতে পারে।'
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার টেস্টের মিশনে মাঠে নামছে তারা। আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ইন্দোরের হোল্কার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে এই ম্যাচটি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে দুই দল।