promotional_ad

রংপুরকে একাই পথ দেখালেন নাসির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন ১০৪ রানে অপরাজিত ছিলেন রংপুরের অলরাউন্ডার নাসির হোসেন। এরপর চতুর্থ দিন খেলতে নেমে দারুণ ব্যাটিং করে দেড়শ রানের কোটা পার করেন তিনি। তাঁর ১৬১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৯ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রংপুর। 


ম্যাচের চতুর্থ দিন অবশ্য ভালো শুরু করেন রংপুরের অধিনায়ক নাঈম এবং অলরাউন্ডার নাসির। এই দুই ব্যাটসম্যান ১০০ রানের জুটি গড়ে দলকে বড় পুঁজির পথে এগিয়ে নেন। কিন্তু দলীয় ২১৩ রানের মাথায় রংপুরের অধিনায়ক নাঈম ইসলামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ঢাকার বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল। ফলে মাত্র ৩২ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নাঈমকে। 


নাঈমের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে রংপুর। মাত্র ৯ রানের ব্যবধানে উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষকে আউট করেন পেসার শাহাদাত হোসেন। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে মাত্র ৫ রান করেন তিনি।  


২২৩ রানের সময় নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান আলাউদ্দিন বাবুকে বোল্ড করেন সালাউদ্দিন শাকিল। ফলে অলআউটের শঙ্কায় পড়ে রংপুর বিভাগ। যদিও ক্রিজে রয়েছেন সেঞ্চুরিয়ান নাসির হোসেন। 


promotional_ad

এরপর ইনিংসের ৯২ তম ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন শাহাদাত। রানের খাতা খোলার আগেই আব্দুর রহমানকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। ফলে ২৪৫ রানের মাথায় নয় নম্বর উইকেট হারিয়ে বসে রংপুর। পরবর্তীতে দলকে অনেকটা একাই এগিয়ে নিয়ে যান নাসির। ১৬১ রানের ইনিংস খেলার পথে মারেন একটি ছক্কা এবং ১৯টি চার।


এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের এই ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ২১২ রানের লিড পায় রংপুর বিভাগ। দলকে বড় লিড এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন অলরাউন্ডার নাসির হোসেন। ১০৪ রানে আগের দিন অপরাজিত ছিলেন তিনি। 


প্রথম ইনিংসেও ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেন নাসির। তাঁর ইনিংসটির সুবাদে ২৩৪ রান সংগ্রহ করে রংপুর। এরপর খেলতে নেমে রকিবুল হাসান এবং আব্দুল মজিদের জোড়া হাফ সেঞ্চুরিতে ২২২ রান তোলে ঢাকা বিভাগ। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৩৪/১০ (৮১.৩ ওভার) (নাসির হোসেন ৭০; নাজমুল ইসলাম অপু ৫/৬৫)


ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২২২/১০ (৬৪.১ ওভার) (রকিবুল হাসান ৬৭, আব্দুল মজিদ ৫২; মুকিদুল ইসলাম ৫/৩৭)


রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ২৭১/৯ (৯৯ ওভার) (ডিক্লে) (নাসির হোসেন ১৬১*, নাঈম ৩২; শাহাদাত ২/২৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball