হোপের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ আফগানিস্তান
ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শাই হোপের সেঞ্চুরিতে ভারতের লখনউতে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানরা।
আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে আফগানরা করে সাত উইকেটে ২৪৯ রান। জবাবে আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার শাই হোপ করেন ১৪৫ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ১০৯* রান। রস্টন চেজের ব্যাটে আসে ৪২ রান। এ ছাড়া ব্রেন্ডন কিং ৩৯, অধিনায়ক কাইরন পোলার্ড ৩২ ও নিকোলাস পুরান ২১ রান করেন।
আফগানদের হয়ে দুটি উইকেট নেন মুজিব উর রহমান। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি, রশিদ খান ও শরাফউদ্দিন আশরাফ।
এর আগে আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন আসগর আফগান। এ ছাড়া হজরতউল্লাহ জাজাই ৫০ রান করেন। মোহাম্মদ নবি ৫০ রানে অপরাজিত থাকেন।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে কিমো পল তিনটি ও আলজারি জোসেফ দুটি উইকেট লাভ করেন।