দেশে ফিরলেন নাঈম-বিপ্লবরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের আট সদস্য। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার রাত ৯.১৫ মিনিটে অবতরণ করে ক্রিকেটারদের বহন করা বিমানটি।
দেশে ফেরা ক্রিকেটারদের মধ্যে আছেন নাঈম শেখ, সৌম্য সরকার, আরাফাত সানি, আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও আফিফ হোসেন।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আল আমিন হোসেনরা টেস্ট সিরিজ শেষে দেশে ফিরবেন। টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মুমিনুল হক।
ইন্দোরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। এরপর ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। অর্থাৎ ম্যাচটিতে গোলাপি বলে খেলা হবে।
টি-টোয়েন্টি সিরিজে অবশ্য হেরেছে বাংলাদেশ। রোহিত শর্মার দলের কাছে ২-১ ব্যবধানে হারে মাহমুদউল্লাহর দল।