promotional_ad

বিশ্বকাপের আগে শক্তিশালী দল তৈরির আশা বাশারের

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শক্তিশালী দল গঠনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।


সম্প্রতি ভারতে টি-টোয়েন্টি সিরিজ হারলেও নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো প্রতিভাবান ক্রিকেটার খুঁজে পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর দলে ফিরেছেন শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আরাফাত সানির মতো অভিজ্ঞ বোলাররা।



promotional_ad

সব মিলিয়ে মানসম্পন্ন স্কোয়াড গঠনের প্রথম পদক্ষেপটাই যেন নিয়ে ফেলেছে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জের ছিল। একটা নতুন দল নিয়ে গিয়েছিলাম। অনেককেই ফিরিয়েছি। আল আমিন এবং আরাফাত সানি ফিরেছে।’


‘ভালো করেছি বলে এমন না আমরা আরও পরীক্ষার মধ্যে যাবো। আমাদের নতুন খেলোয়াড়রা যে ভালো করতে পারে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো খবর। আশা করছি বিশ্বকাপের আগেই দলটা তৈরি হয়ে যাবে।’


ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি আসর খেলে না বাংলাদেশ। একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলে থাকেন উঠতি ক্রিকেটাররা। আবার সবাই সুযোগও পান না রঙিন এই আসরে খেলতে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ সহজ ছিল না বলে মনে করেন বাশার।



তিনি আরও বলেন, ‘তরুণদের জন্য একটু কঠিন হয়ই। এই ম্যাচটি কিন্তু অনেক চাপের ছিল। এই ম্যাচটি জিতলে সবচেয়ে বড় ব্যাপার ছিল আমরা সিরিজ জিততে পারতাম। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জেতা অনেক বড় ব্যাপার।’


‘ভুলের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। বলছি না ভুল করছি না। যত খেলবে, ভুলের সংখ্যা ততটা কমে আসবে। আমরা কিন্তু এতো টি-টোয়েন্টি ম্যাচ খেলি না। বিপিএল খেলি। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ সবার হয় না। খেললে তাদের ভুল কমবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball