মুস্তাফিজ ছন্দে ফিরলে বাংলাদেশ ম্যাচ জিতবেঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন মুস্তাফিজুর রহমান। যদিও এই পেসারের অফ ফর্মে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুস্তাফিজ ফিরবে বীরের মতোই, প্রত্যাশা তাঁর।
শেষ ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬.৫ ওভার করেছেন মুস্তাফিজ। প্রায় দশের কাছাকাছি ইকোনমি রেটে রান দেন ৩৪৬। উইকেট নেন মাত্র ১২টি। এর মধ্যে তিন উইকেট নেন দুইবার।

ভারতের বিপক্ষে সিরিজ হারের ম্যাচে উইকেটশুন্য মুস্তাফিজ দেন ৪২ রান। পুরো সিরিজে উইকেটের দেখা পাননি বাঁহাতি এই পেসার। এমন পারফরম্যান্সের পরেও অধিনায়কের আস্থার নাম মুস্তাফিজ।
মাহমুদউল্লাহ বলেন, 'ও অনেক কষ্ট করছে। আপনি ওকে বিশ্রামে রাখলে বা বাদ দিলে ও ভালো করবে এটা আমি বিশ্বাস করি না। একজন চ্যাম্পিয়ন বোলারকে আপনার সবসময় সমর্থন করতে হবে। আর মুস্তাফিজ আমাদের ম্যাচ উইনিং প্লেয়ার।
ও ছন্দে ফিরলেই বাংলাদেশ ম্যাচ জিতবে। আপনি যদি আমাদের সেরা তিন-চারজন বোলার টি-টোয়েন্টিতে নেন তাহলে অবশ্যই মুস্তাফিজকে রাখবেন। এজন্য ওকে আমাদের সমর্থন করা উচিত এবং আমরা করব। আমরা জানি ওর সামর্থ্য।'
এখন পর্যন্ত ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ। ৭.৮৭ ইকোনমি রেটে ২৪ বছর বয়সী এই পেসার উইকেট নেন ৫২টি।