promotional_ad

নাঈমের জন্য হলেও জেতা উচিত ছিলঃ মাহমুদউল্লাহ

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচটি হারলেও ক্রিকেট বিশ্বের সুনাম অর্জন করার মতো খেলেছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। তাঁর অসাধারণ ইনিংসটির পরেও ম্যাচ হেরেছে বাংলাদেশ, এজন্য আফসোস করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


ম্যাচটিতে দশটি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন নাঈম। ম্যাচ জিততে না পারলেও নাঈমের ইনিংসে মন ভরেছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।



promotional_ad

ম্যাচ শেষে গণমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেন, 'খুবই দৃষ্টিনন্দন লেগেছে ওর ইনিংস। আমার এতটুক খারাপ লাগছে যে ও এতো সুন্দর খেলেছে, আর আমরা ম্যাচ শেষ করে আসতে পারলাম না।


তো ওর জন্য খারাপ লাগছে। আমরা ওর জন্য হলেও ম্যাচটি শেষ করে আসতে পারতাম। তাহলে ওকে কৃতিত্ব দিতে পারতাম।'


দ্রুত দুই উইকেট হারানোর পর নাঈমের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। কিন্তু অন্যান্য ব্যাটসম্যান হাল না ধরতে পারায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে হারে বাংলাদেশ।



মাহমুদউল্লাহ আরও বলেন, 'নাঈম আর মিঠুনের জুটি দারুণ ছিল। ম্যাচে আমাদের সুযোগ ছিল। যদিও আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি।'


টি-টোয়েন্টিতে অভিষেক সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাঈম। তিন ম্যাচে নাঈমের রান যথাক্রমে ২৬, ৩৬ ও ৮১।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball