আমি মুশফিককে দোষ দিতে পারি নাঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নাগপুরে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদেরই দায়ী করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আলাদা করে কাউকেই দোষারোপ করতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
১৩.১ ওভারে ১১০ রানে তিন উইকেট যাওয়ার পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। কিন্তু শিভাম দুবের প্রথম বলেই ইনসাইড এজে বোল্ড হয়ে শুন্য রানে সাজঘরে ফেরেন তিনি। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক গোল্ডেন ডাক মেরে ফিরে যাওয়ায় হতাশ হয়েছেন অনেকেই।

বিশেষ করে দিল্লীতে প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক মুশফিকের প্রতি স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল সকলের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে মুশফিকের পক্ষেই সাফাই গান মাহমুদউল্লাহ।
তিনি বলেন, 'আমি মুশফিককে দোষ দিতে পারি না। যদি আজকের ম্যাচের কথা বলেন আমরা ব্যর্থ। আমাদের সুযোগ থাকলেও আমরা করতে পারিনি।'
নাঈম শেখ (৮১) এবং মোহাম্মদ মিঠুন (২৭) ছাড়া অবশ্য দুই অঙ্কের রানও করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। যদিও পুরো সিরিজ থেকে ইতিবাচক বিষয়গুলোই বেঁছে নিচ্ছেন মাহমুদউল্লাহ।
এই তালিকায় আছে দিল্লীতে মুশফিকের ম্যাচ জেতানো ইনিংস, পুরো সিরিজে আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের নিয়ন্ত্রিত বোলিং এবং শেষ ম্যাচে নাঈমের ইনিংস।
মাহমুদউল্লাহ বলেন, 'তৃপ্তির জায়গা বলতে নাঈমের পারফরম্যান্স, বিপ্লবের পারফরম্যান্স। আমাদের বোলিং ইউনিটের পারফরম্যান্স অনেক ভালো ছিল। মুশির ইনিংসটা অনেক দারুণ ছিল। এই জিনিসগুলো খুব ভালো চিহ্ন।'