লিটন-সৌম্যকে সুযোগ দেয়া বাড়াবাড়ি নয়ঃ মাহমুদউল্লাহ
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হচ্ছেন জাতীয় দলের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকার। এই দুজনকে দিনের পর দিন সুযোগ দেয়াটাকে অবশ্য বাড়াবাড়ি হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয় না বাড়াবাড়ি সুযোগ দেয়া হচ্ছে। বাড়াবাড়ির সুযোগটা আমাদের হাতে না। আসলে টিম ম্যানেজমেন্ট ভালো জানে কখন কাকে কোথায় খেলাতে হবে। যখন কারো খারাপ সময় যায় তখন ম্যানেজমেন্টের উচিত তাকে সমর্থন করা।'

টি-টোয়েন্টিতে অভিষেক সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাঈম শেখ। সৌম্য, লিটন ব্যর্থ হলেও ২০ বছর বয়সী নাঈম রানের ফোয়ারা ছুটিয়েছেন তাঁর ব্যাটে।
শেষ তিন ম্যাচে নাঈমের রান যথাক্রমে ২৬, ৩৬ ও ৮১। একই ম্যাচগুলোতে লিটনের রান যথাক্রমে ৭, ২৯ ও ৯ এবং সৌম্যের রান ৩৯, ৩০ ও ০।
মাহমুদউল্লাহ আরও বলেন, 'আপনি টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করতে পারবেন না। নাঈম যেমন গত কয়েক ম্যাচে ৩০ এর ঘরে বা আজকে ৮০ করেছে। টি-টোয়েন্টিতে ধারাবাহিক থাকা কঠিন। ওয়ানডে বা টেস্টে এটা সহজ।
লিটন আর সৌম্যের ব্যাপারে যেটা বলব সৌম্য প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছে, লিটনের সুযোগ ছিল। সে করতে পারেনি। আশা করি ওরা সামনে ভালো খেলবে। ভবিষ্যতে দলকে অনেক ম্যাচ জেতাবে।'