এক ম্যাচ হাতে রেখে ক্যারিবিয়ানদের সিরিজ জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানের জয় পেয়েছে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। এরই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এক ম্যাচ হাতে রেখে জিতে নিল ক্যারিবিয়ানরা। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে রশিদ খানদের হারায় তারা।
লক্ষ্ণৌয়ের ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। এরপর খেলতে নেমে এভিন লুইস এবং নিকোলাস পুরানের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনার লুইস ৭৫ বলে একটি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে ৫৪ রান করেন। ৩টি ছক্কা এবং ৭টি চারে ৫০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান পুরান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে শাই হোপ ৪৩ এবং শিমরন হেটমায়ার ৩৪ রান করেন।

আফগানিস্তানের পক্ষে ৬০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন নাভিন-উল হক। এছাড়া একটি করে উইকেট পান মুজিব উর রহমান, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবি, রশিদ খান এবং জাভেদ আহমাদি।
২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.৪ ওভারে ক্যারিবিয়ানদের বোলিং তোপে মাত্র ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। ৩টি করে উইকেট শিকার করেন শেল্ডন কটরেল, রস্টন চেজ ও হেইডেন ওয়ালশ। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া ৩৩ রান করেন রহমত শাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ২৪৭/৯ (৫০ ওভার) (পুরান ৬৭, লুইস ৫৪; নাভিন ৩/৬০, আহমাদি ১/১০)
আফগানিস্তানঃ ২০০/১০ (৪৫.৪ ওভার) (নাজিবুল্লাহ ৫৬, রহমত ৩৩; কটরেল ৩/২৯, ওয়ালশ ৩/৩৬)
ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৪৭ রানে জয়ী
ম্যাচ সেরাঃ নিকোলাস পুরান