promotional_ad

ফেবারিটের তকমায় বিশ্বাসী নন রোহিত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাঠের ভারত যেকোনো দলের কাছেই শক্তিশালী প্রতিপক্ষ। ভারতে গিয়ে ম্যাচ জিততে কঠিন পরীক্ষাই দিতে হয় অন্য দলগুলোকে। এই পরীক্ষার শুরুতেই অবশ্য সফলতার মুখ দেখেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি জিতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই ফেবারিটের তকমা গায়ে মাখাতে চান না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।


দূষিত দিল্লিতে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবার দলটির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচ জিতে ঠিকই সিরিজে ফেরে রোহিত শর্মার দল। তিন ম্যাচের সিরিজে সমতা নিয়ে অঘোষিত ফাইনালে লড়বে দুই দল।



promotional_ad

নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে নিজেদের ফেবারিট ভাবতে নারাজ রোহিত। তাঁর বিশ্বাস, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জয়ের স্বাদ পাবে। তাই ফেবারিট তকমার ব্যাপারটিও তাঁর কাছে অপ্রয়োজনীয়।


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শনিবার রোহিত বলেন, ‘ফেবারিটে আমরা একদমই বিশ্বাস করি না। মাঠে গিয়ে সেরা ক্রিকেটটা খেলা লক্ষ্য আমাদের। এভাবেই আপনি ম্যাচ জিতবেন, ফেবারিটের তকমা নিয়ে নয়। নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে।’


‘সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে এবং জিতেছে। আমরা দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছি, জিতেছি। আমাদের প্রতিপক্ষের তুলনায় ভালো খেলতে হবে। এটাই আমরা বিশ্বাস করি এবং এটা নিয়েই কথা বলি।’ যোগ করেন ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত।



রবিবার (১০ নভেম্বর) নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball