মারমুখী হওয়ার রহস্য গোপনই রাখলেন রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আগের ম্যাচে মাত্র ৯ রান করে আউট হওয়া রোহিত।
সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই জ্বলে ওঠার রহস্য নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে। কিন্তু এই বিষয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছেন, উপভোগের মন্ত্র থেকেই ভালো খেলার উৎসাহ পান তিনি।

রোহিত বলেন, ‘রহস্যটি যদি বলেই দেই, তাহলে তো তারা জেনে যাবে এবং আমাকে সেভাবেই আটকাবে। কাজেই আমি সেটা খোলাসা করব না। তবে শুধু বাংলাদেশ নয়, সব দলের বিপক্ষে খেলাই আমি উপভোগ করেছি। ক্রিকেট খেলার জন্যই এখানে আছি। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় ব্যাপার। এর প্রতিটি মুহূর্ত আমি আমি উপভোগ করছি।’
বাংলাদেশের বিপক্ষে অবশ্য বরাবরই রোহিতের পারফরম্যান্স দারুণ। বাংলাদেশের বিপক্ষে ১০টি-টোয়েন্টি খেলে ৫টিতে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে ৪৫ গড়ে তাঁর সংগ্রহ ৪৫০ রান। গত বছর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ৫৬ এবং ৮৯ রানের ইনিংস খেলেন রোহিত।
২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৫ বলে ৮৩ রান করেন তিনি। শুধু টি-টোয়েন্টিতেই নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটেও সফল রোহিত। ১৩ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরিসহ বাংলাদেশের বিপক্ষে ৬৬০ রান করেছেন তিনি।