promotional_ad

ডমিঙ্গোর চোখে বিপ্লব এখনও ব্যাটসম্যান!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বল হাতে নিয়মিত মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। অথচ বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তিনি। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে বিপ্লবের পুরনো পরিচয়টাই রয়ে গেছে। তাঁকে এখনও ব্যাটসম্যান হিসেবেই চেনেন প্রোটিয়া এই কোচ। তবে বল হাতে বিপ্লবের নিয়ন্ত্রণ, সাহস নজর কেড়েছে ডমিঙ্গোর।


সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হঠাৎ বিপ্লবকে দলে নেয় বাংলাদেশ। অভিষেকে দুই উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। যদিও ইনজুরিতে পুরো সিরিজ খেলা হয়নি তাঁর। ভারতের বিপক্ষে দলে ফিরে আবারও নিজের সামর্থ্যের জানান দেন বিপ্লব। প্রথম দুই ম্যাচেই ২টি করে উইকেট নেন তরুণ এই লেগ স্পিনার।



promotional_ad

বিশেষ করে শেষ ম্যাচে দারুণ সাহস দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে তাণ্ডব চালানো রোহিত শর্মার সামনেও ভড়কে যাননি বিপ্লব। বল হাতে এমন পারফরম্যান্সে চাপা পড়ে যাচ্ছে তাঁর আসল সত্ত্বা। অর্থাৎ, ব্যাটসম্যান বিপ্লবের চেয়ে এখন সবার নজর লেগ স্পিনার বিপ্লবে।


২০ বছর বয়সী এই ক্রিকেটারের প্রশংসা করে ডমিঙ্গো বলেছেন, ‘লেগ স্পিনার সব সময়ই আমার পছন্দ এবং আমি জানি বিপ্লব মূলত ব্যাটসম্যান, যে কিনা লেগ স্পিন করতে পারে। তবে আমি ওর প্রাণশক্তি, ইচ্ছাশক্তি ও কার্যক্ষমতায় মুগ্ধ। ওর মতো একজনকে দলে পাওয়া দারুণ।’


‘এমনকি গত ম্যাচে রোহিতের সামনে বোলিং করেও ৩.৫ ওভারে ২৩ রানে ২ উইকেট ছিল তার। পরে শেষ বলে একটি ছক্কা হজম করেছে। সে সত্যিই ভালো বোলিং করেছে। তরুণ একজন হয়েও চাপের মুখে এমন বোলিং অসাধারণ।’ যোগ করেন তিনি।



বাংলাদেশ দলের লেগ স্পিনারের অভাব পূরণ করবেন বিপ্লব, এমন প্রত্যাশা অনেকেরই। নিজেকে কতদূর নিয়ে যেতে পারেন এই তরুণ, সেটা সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball