promotional_ad

তখন বললে কেউই বিশ্বাস করত নাঃ ডমিঙ্গো

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত সফরের আগে খারাপ সময় পার করেছে বাংলাদেশের ক্রিকেট। মিরপুরে ক্রিকেটারদের আন্দোলন, অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা; সব মিলিয়ে অস্থিতিশীল অবস্থায় ছিল দেশের ক্রিকেট। এমন অবস্থায় ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। অস্থির পরিস্থিতিতে থাকা বাংলাদেশ ১-১ সমতায় নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে। 


বাংলাদেশের এমন পারফরম্যান্স করবে, সিরিজ শুরুর আগে কেউ-ই হয়তো সেটা আশা করেনি। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনই মনে করেন। প্রোটিয়া এই কোচ জানিয়েছেন, দুই সপ্তাহ আগে যদি ১-১ ব্যবধানে সিরিজ সমতার কথা বলা হতো, তাহলে সেটা কেউই বিশ্বাস করত না।


ভারতের মাটিতে রোহিত-ধাওয়ানদের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়েছেন মাহমুদউল্লাহ, মুশফিকরা। এখনও সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকায় দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।



promotional_ad

দেশের ক্রিকেটের দৈন্য দশায়ও নিজেদের আত্মবিশ্বাস কমতে দেননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। উল্টো পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন তাঁরা, যা মুগ্ধ করেছে ডমিঙ্গোকে।


নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘এই সফরের আগে কঠিন দুই সপ্তাহ পার করেছে বাংলাদেশ, কিন্তু ছেলেরা কৃতিত্বের দাবিদার। গত দশ দিনে তারা যে সক্রিয়তা এবং আকাঙ্ক্ষা দেখিয়েছে, তা ছিল অসাধারণ। তারা স্বেচ্ছায় নতুন কিছু করার চেষ্টা করেছে। ঘরের বাইরে তারা ভালো একটি দলের বিপক্ষে খেলছে। দুই সপ্তাহ আগে কেউ যদি আমাদের বলত যে, ১-১ সমতা নিয়ে আমরা নাগপুরে আসব, কেউই এটা বিশ্বাস করত না।’


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করে বাংলাদেশ। যদিও রাজকোটে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হারায় তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।


ডমিঙ্গো মনে করছেন, বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ১০ নভেম্বরের ম্যাচে। দিল্লিতে ভারতকে হারানো বাংলাদেশ নাগপুরেও জেতার সামর্থ্য রাখে। তবে সিরিজের বর্তমান অবস্থাতেও সন্তুষ্ট তিনি। 



‘আমরা নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট এবং আগামীকাল আমাদের জন্য অনেক বড় সুযোগ। ছেলেরা রোমাঞ্চিত। দিন শেষে ভারত বিশ্বের অন্যতম সেরা দল। বাংলাদেশকে কেউই সুযোগ দিতে চায় না, কিন্তু আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলি, আগামীকাল আমাদের জেতার সুযোগ থাকবে।’ বলেন ডমিঙ্গো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball