শামসুরের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো। শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে প্রথম দিনে দলটি করেছে সাত উইকেটে ২৮২ রান। শেষদিকে আলোক সল্পতা থাকায় এ দিন খেলা হয়েছে মোট ৭৬ ওভার।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে মেট্রো। উদ্বোধনী জুটিতে দলটি করে মাত্র ১৭ রান। ১০ রানে ফিরে যান ওপেনার আজমির রহমান। এরপর আরেক ওপেনার রাকিন আহমেদকে সঙ্গে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন শুভ।

আজমিরের মতো রাকিনও ফিরে যান এনামুল হক জুনিয়রের বলে। ব্যক্তিগত ৪৮ রানে ফেরেন তিনি। এরপর অধিনায়ক মার্শাল আইয়ুব (১) ব্যর্থ হলেও রান বাড়িয়ে যান আল আমিন ও শুভ।
এই দুজন রানের খাতায় যোগ করেন আরও ১২৬ রান। দেখেশুনে খেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন শুভ। আল আমিন ফিরে যান ৬৯ রানে। শুভ থেমেছেন ১১৪ রানে। ১৩টি চারে এই ইনিংস খেলেছেন তিনি।
ঢাকা মেট্রোর হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন শরিফুল্লাহ (২১) ও নিহাদুজ্জামান (০*)। সিলেট বিভাগের হয়ে ৪৯ রান খরচায় চার উইকেট নেন রেজাউর রহমান। তিনটি উইকেট নেন এনামুল হক জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৭৬ ওভারে ২৮২/৭ (শামসুর ১১৪, আল আমিন ৬৯; রেজাউর ৪/৪৯)