ভারত-ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইন-আপ সম্ভব নয়!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভারত-ইংল্যান্ডের মতো হওয়া সম্ভব নয়। বাংলাদেশি ক্রিকেটারদের শারীরিক গড়নের কারণে এমন ব্যাটিং লাইন আপ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
শারীরিক গড়ন ছোটোখাটো হওয়ায় ছক্কা হাঁকানো ক্ষমতায় বাকি দলগুলোর তুলনায় পিছিয়ে বাংলাদেশ। যদিও বাংলাদেশকে পিছিয়ে রাখতে চান না তিনি। অন্যান্য দলের সঙ্গে ব্যবধান ঘোচাতে ক্রিকেটারদের চতুরতার সঙ্গে খেলার কৌশল শেখাচ্ছেন ডমিঙ্গো।

বল মাঠের বাইরে পাঠানোর পরিবর্তে প্রান্ত বদল করে রান নেয়ার প্রক্রিয়া নিয়ে মুশফিকুর রহিমা, লিটন দাসদের সঙ্গে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানদের এই কৌশল প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
নাগপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শনিবার প্রোটিয়া এই কোচ বলেন, ‘আমার মনে হয়, ভারত বা ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইন-আপ কখনও আমাদের হবে না, যারা খুব সহজে মাঠের বাইরে বল পাঠাতে পারে। শারীরিকভাবে আমরা ওই দলগুলোর মতো না। আপনি যদি খেয়াল করেন, দলের বেশিরভাগ ছেলেদের গড়ন ছোটখাটো। আফিফ, মোসাদ্দেক, লিটনরা ছোট গড়নের। কিন্তু আমরা বুদ্ধি দিয়ে খেলার চেষ্টা করছি।’
‘বলের গতি ব্যবহার করে, গ্যাপে ফেলে প্রান্ত পরিবর্তন করে এক ওভারে ৬টা দুই নেয়া দুটি ছক্কা হাঁকানোর মতোই। আমরা এটি নিয়েই কাজ করছি। জায়গামতো শট খেলে প্রান্ত পরিবর্তনের কৌশলটি আরও আয়ত্ত করার চেষ্টায় আছি।’ যোগ করেন ডমিঙ্গো।
১০ নভেম্বর (রবিবার) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নাগপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি মাঠে গড়াবে।