promotional_ad

মুশফিকের ভূয়সী প্রশংসায় হরভজন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে বাংলাদেশকে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উপর ভরসা করতে হবে বলে মনে করেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং।  


নাগপুরে রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেযে যায় বাংলাদেশ। এর ফলে সিরিজটি রয়েছে ১-১ সমতায়।



promotional_ad

প্রথম টি-টোয়েন্টিতে জয়ের মূল নায়ক ছিলেন মুশফিক। ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে ৪ রানে আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।


সিরিজ নির্ধারণী ম্যাচে মুশফিক বাংলাদেশের জন্য তুরুপের তাস হতে পারেন জানিয়ে হরভজন বলেন, ‘মুশফিকুর রহিম এমন একজন খেলোয়াড়, যার অনেক অভিজ্ঞতা রয়েছে। স্পিন এবং পেস খেলার তার যে সামর্থ্য রয়েছে, তা অসাধারণ এবং বাংলাদেশের স্কোয়াডে তার দায়িত্ব অনেক বেশি ব্যাটিংয়ের ক্ষেত্রে। এটা মাহমুদউল্লাহর চেয়ে তাকে এগিয়ে রাখবে। মাহমুদউল্লাহ নিজেও একজন ভালো খেলোয়াড় বাংলাদেশ দলের।’   


বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসার নাম মুশফিকুর রহিম। দেশের হয়ে ৬৭টি টেস্ট এবং ২১৬টি ওয়ানডে খেলেছেন তিনি। পাশাপাশি তাঁর রয়েছে ৮৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। 



টেস্টে ৬টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে মুশফিকের। ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে গত ম্যাচের হাফ সেঞ্চুরিটিসহ ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের নামের পাশে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball