কলকাতা টেস্টে ঘণ্টা বাজাবেন মমতা-হাসিনা

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত-বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্ট শুরু আগে ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
২২ নভেম্বর ইডেনে শুরু হতে যাওয়া দিবা রাত্রির এই টেস্টের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার, দেশটির অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা, দেশটির টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং বক্সিং চ্যাম্পিয়ন এমসি ম্যারি কম।

এ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টের (বাংলাদেশের অভিষেক টেস্ট) সকল ক্রিকেটারকেও দাওয়াত দেয়া হয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে। উদ্বোধনী দিনে থাকার কথা ভারতের ইতিহাসের সকল জীবিত অধিনায়কেরও।
দিন-রাতের গোলাপি বলের টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
মধ্যাহ্নভোজের খাবারের তালিকায় থাকছে গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি, শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০’র বেশি পদ। ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলোও থাকছে। এছাড়াও থাকছে মুর???ি ও খাসির হরেকরকম পদ।
এছাড়া শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য বিশ্বমানের পোশাক প্রস্তুতকারককে দিয়ে বানানো হচ্ছে ডিজাইনার শাড়ি ও শাল। থাকছে আরও উপহারও।