টেস্টে ফেরার অপেক্ষায় উইলিয়ামসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশাবাদী কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ঘরোয়া ক্রিকেটে চার দিনের একটি ম্যাচ খেলার সময় কোমরের নিচেের অংশে পাওয়া পুরোনো চোট মাথা চাড়া দিয়ে ওঠে উইলিয়ামসনের। এই চোটের কারণেই গত মার্চে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টে খেলা হয়নি তাঁর।

পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেয় কিউই টিম ম্যানেজমেন্ট। অবশ্য টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফেরার প্রত্যাশা করছেন গত দুই মাসে মাত্র একটি ম্যাচ খেলা উইলিয়ামসন।
কিউইদের নিয়মিত অধিনায়ক বলেন, 'ইনজুরিটি অনেকটা ঠিক হয়ে এসেছে, এটি আশাজনক ব্যাপার। সুস্থ হওয়ার জন্য গত কয়েক মাসে আমি অনেক কিছু করেছি। সম্প্রতি আমি চারদিনের একটি ম্যাচ খেলেছি এবং প্রথম টেস্টের আগে কিছু সময় থাকছে, এই সময়ের মধ্যে আমি প্রস্তুতি নিচ্ছি।'
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ২-২ এ সমতায় থাকা সিরিজটির শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।