promotional_ad

মালানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজ সমতায় ইংল্যান্ড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৭৬ রানের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতায় ফিরেছে সফরকারী দল।


নেপিয়ারে টস হেরে ব্যাটিং নেমে মালান এবং অধিনায়ক ইয়ন মরগানের বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ইতিহাসে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন মালান। ৪৮ বলেই মাইলফলকে পৌঁছে যান এই বাঁহাতি। সঙ্গে মরাগানের ৪১ বলে ৯১ রানের ইনিংসে ২৪১ রান স্কোরবোর্ডে যোগ করে দলটি। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা নিজেদের সর্বোচ্চ ২৩০ রানের রেকর্ড ভাঙ্গে ইংল্যান্ড।


পাহাড়সম এই লক্ষ্য পাড়ি দেয়ার পথে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল এবং কলিন মুনরো ৫৪ রানের জুটি গড়েন। ১৪ বলে ২৭ রান করা গাপটিলের বিদায়ের পর ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা।


২১ বলে ৩০ রান করে ফেরেন মুনরোও। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউই দলের জন্য ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। শেষের দিকে এসে ৩৯ রানের ইনিংস খেলেন টিম সাউদি। দলের হয়ে তাঁর ইনিংসটিই ছিল সর্বোচ্চ।



promotional_ad

বল হাতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তরুণ লেগ স্পিনার ম্যাট পারকিনসন। দুটি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারান, টম কারান এবং প্যাট ব্রাউন।


সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে নিউজিল্যান্ডকে স্বস্তি দেন মিচেল স্যান্টনার। মাত্র ৮ রানেই ফেরেন এই ডানহাতি। কিন্তু স্বস্তি পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের জন্য।


তিনে নামা মালানের ব্যাটিং তান্ডবের মুখে পড়ে কিউই বোলাররা। ৪৮ বলে সেঞ্চুরি করা মালান খেলেন ৫১ বলে ১০৩ রানের ইনিংস। যেখানে ৯ চার এবং ৬ ছক্কা হাঁকান তিনি। তরুণ ওপেনার টম ব্যান্টনের বিদায়ের পর অধিনায়ক মরগান ব্যাটিংয়ে নেমে শুরু করেন ঝড়ো ইনিংস।


তাঁদের দুইজনের ঝড়ে ওলটপালট হয়ে যায় রেকর্ডের পাতা। তৃতীয় উইকেট জুটিতে ৭৪ বলে ১৮২ রান রলেন তাঁরা, যা টি-টোয়েন্টির ইতিহাসে যে কোনো দলের জন্য এই জুটিতে সর্বোচ্চ। সঙ্গে যেকোনো জুটিতে এটি চতুর্থ সর্বোচ্চ রান।


নিউজল্যান্ডের বোলাররা তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছেন। যেখানে দুটি উইকেট নেন মিচেল স্যান্টনার। একটি উইকেট পেয়েছেন টিম সাউদি। 



সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ডঃ ২০ ওভারে ২৪১/৩ (মালান ১০৩*, মরগান ৯১; স্যান্টনার ২/৩২, সাউদি ১/৭৪)।


নিউজিল্যান্ডঃ ২০ ওভারে ১৬৫/১০ (সাউদি ৩৯, মুনরো ৩০; পারকিনসন ৪/৪৭, জর্ডান ২/২৪)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball