ইংল্যান্ডের বোলিং কোচ হতে আগ্রহী বন্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বোলিং কোচ হতে আগ্রহী নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের জন্য স্টুয়ার্ট ব্রডদের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ড্যারেন গগ। পূর্ণ মেয়াদী বোলিং কোচের পদটি খালি আছে ইংল্যান্ডের। যে কারণে আগ্রহ প্রকাশ করেছেন বন্ড।
বিশ্বকাপের পর কোচিং স্টাফ নতুন করে সাজানো শুরু করেছে ইংল্যান্ড। পিটার বেলিস দায়িত্ব ছাড়ার পর ক্রিস সিলভারউডকে প্রধান কোচের দায়িত্ব দেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ড সিরিজই সিলভারউডের প্রথম অ্যাসাইনমেন্ট।

নিউজিল্যান্ড সফরে যাওয়া ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছেন বন্ড। ইয়ন মরগান, জনি বেয়ারস্টোদের সঙ্গ ভালোই উপভোগ করেছেন তিনি। বন্ড বলেন, 'ইংল্যান্ডের ছেলেদের সঙ্গে আমার জানাশোনা আছে। আমি ওদের সঙ্গে ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে সাক্ষাত করেছি। আমি দলটির সঙ্গ উপভোগ করেছি। আমার মনে হয় আপনি সব কিছুর দিকেই নজর দিবেন, যখনই সুযোগ আসে। বিশ্বকাপের পর অনেক জায়গা খালি হয়েছে।'
'কোচ হিসেবে আপনি যাই করেন না কেন, আপনি সবসময়ই এমন কিছু চাইবেন যা আপনাকে রোমাঞ্চিত করবে। আমার মনে হয় দরজায় থাকা সব ধরনের সুযোগ আপনি লুফে নেয়ার চেষ্টা করবেন।' যোগ করেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বে আছেন বন্ড। দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেইভের সহকারি কোচ তিনি। বর্তমানে নিউজিল্যান্ড দলের বোলিং পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করছেন ১৮ টেস্ট, ৮২ অয়ানে এবং ২০ টি-টোয়েন্টি খেলা এই পেসার।
২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের বোলিং পরামর্শ হিসেবেও কাজ করেছেন কিউই সাবেক এই তারকা পেসার।