promotional_ad

শেহবাগের চোখে কোহলির চেয়ে এগিয়ে রোহিত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেহবাগের কাছে বিধ্বংসী ব্যাটিং একটি শিল্প। তাঁর চোখে এই শিল্পতে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে ডের এগিয়ে রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে এর প্রমাণ আরও একবার দিয়েছেন ভারতের ডানহাতি এই ওপেনার।


বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে দলের ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা ছিল রোহিতের। সফরকারী বোলারদের বিপক্ষে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছেন তিনি। ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। অফ স্পিনার মোসাদ্দেক হোসেনের তিন বলে তিনটি ছক্কাসহ ইনিংসে মোট ৬টি ছক্কা হাঁকান তিনি।



promotional_ad

এরই সঙ্গে গড়েন নতুন রেকর্ডও। টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েন এই ডানহাতি। ১৭টি ইনিংসে ৩৭ টি ছক্কা মেরেছেন রোহিত। ছাপিয়ে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির ৬২ ইনিংসে ৩৪ টি ছক্কার রেকর্ডকেও।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রাহক হিসেবে কোহলিকে টপকে গেছেন রোহিত। ভারতের 'হিটম্যান' তকমা পাওয়া রোহিত নিয়ে শেহবাগের ভাষ্য, 'এক ওভারে তিন-চারটে ছক্কা হাঁকানো বা ৪৫ বলে ৮০-৯০ রান করা একটা শিল্প। রোহিতের মতো এ ভাবে নিয়মিত বিধ্বংসী ব্যাটিং করতে আমি কোহালিকেও দেখিনি।'


ব্যাট হাতে নিয়মিত দলের জন্য রান করে যাচ্ছেন রোহিত। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। অল্পের জন্য কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ৬টি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেননি তিনি। তবে শেহবাগের চোখে শচিনের জায়গায় চলে গেছেন রোহিত।



ভারতীয় ওপেনার রোহিতের প্রশংসায় ভাসিয়ে শেহবাগ বলেন, 'রোহিত নিজেকে শচিনের জায়গায় নিয়ে গিয়েছে। রোহিত যা করছে, তা এখনকার সময়ের অনেকেই করতে পারবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball