ওয়ানডে, টি-টোয়েন্টি না খেলায় সুবিধা হয়েছে মিরাজের!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভিন্ন চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটার হিসেবে মিরাজকে বিবেচনায় করছে বোর্ড। যে কারণে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাঁকে। দলের বাইরে থাকা মিরাজ এর ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তাঁর মতে, এই সময়ে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার সময় পেয়েছেন তিনি।
২০১৬ সালে বাংলাদেশ দলে অভিষেক হওয়া মিরাজ গত দুই-আড়াই বছরে তিন ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার ছিলেন। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে তাঁকে। জাতীয় দলের বাইরে থেকে এই কয়েক মাসে নিজেকে অনেক গুছিয়েছেন মিরাজ। 'এ' দলের শ্রীলঙ্কায় খেলেছেন, দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। জাতীয় ক্রিকেট লিগ খেলেছেন, সেখানেও নিজের সামর্থ্য-দক্ষতা আরও শাণিত করে নিয়েছেন। পাশপাশি ফিটনেসেও জোর দিয়েছেন মিরাজ।

বাংলাদেশ দল যখন ভারতে তখন নিজেকে টেস্টের জন্য প্রস্তুত করছেন মিরাজ। দীর্ঘ দিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা এই অলরাউন্ডারের। আর দলের বাইরে থাকা এই সময়গুলোতে নিজেকে সেভাবেই প্রস্তুতি নেয়ার সুযোগ পাওয়ায় সন্তুষ্ট ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
বৃহস্পতিবার ভারত টেস্টের প্রস্তুতি মিরপুরের একাডেমী মাঠে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন তিনি। যেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, 'আমি গত দুই-আড়াই বছর তিন ফরম্যাটেই খেলেছি। এখন টেস্ট দলে আছি। আমার মনে হয় এই যে সময়টা পেয়েছি নিজেকে আরও পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে তৈরি করতে পারছি। আমি চাই অনেক বছর ক্রিকেট খেলতে।'
'দীর্ঘদিন ক্রিকেট খেলতে হলে ফিটনেস, স্কিলের উন্নতি করতে হয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলি তখন এক জায়গায় পড়ে থাকলে কিন্তু আমি টিকে থাকতে পারব না। আমাকে দিনকে দিন উন্নতি করতে হবে। আমি মনে করি সময়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। ছোট ছোট যে জিনিসগুলা নিয়ে কাজ করেছি এটা আমাকে সামনে সাহায্য করবে।' যোগ করেন তিনি।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৩৮ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। টেস্টে বল হাতে বেশ সফল ডানহাতি এই অফ স্পিনার, ৮৯ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। ওয়ানডেতে ৩৭ এবং টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি।