promotional_ad

অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছেন সাদমান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুরের একাডেমী মাঠে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এ সময় বাঁহাতের কনুইয়ে চোট পেয়েছেন তিনি।


চোট কতটা গুরুতর এখনও জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাদমানের চোট ইস্যুতে এখনও তাঁর শরণাপন্ন হননি ফিজিওরা।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জিকে বিসিবি চিকিৎসক বলেন, 'সাদমান চোট পেয়েছে এখনও সেরকম কোনো তথ্য পাইনি। বোধহয় চোট খুব একটা গুরুতর নয়। যে কারণে হয়তো ফিজিওদের আমার শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়েনি।'


এদিন বেলা সোয়া ১২টার দিকে ব্যাটিং অনুশীলনে নামেন সাদমান। প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর টিম বয় বুলবুলের একটি থ্রোয়ার বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে গেলে বাঁহাতের কনুইয়ে আঘাত লাগে তাঁর।


সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্ত স্থানে পানি দেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ব্যাটিংয়ে নামলে বেশিক্ষণ অনুশীলন করতে পারেননি সাদমান। দুই বল খেলেই উঠে আসেন তিনি। মাঠ ছাড়ার সময় সাদমান নিজেই জানিয়েছেন, গুরুতর কিছু নয়। বরফ দিলেই ঠিক হয়ে যাবে।



এদিন সাদমানের সঙ্গে অনুশীলন করেছেন মেহেদী হাসান মিরাজও। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।


আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টেস্ট স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটাররা এখনও বাংলাদেশেই অবস্থান করছেন। ৮ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুমিনুল হক, সাদমানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball