promotional_ad

ইতিহাস পাল্টে দেয়ার মিশনে বাংলাদেশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আট ম্যাচ অপেক্ষার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের অধরা স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ। রূপকথায় নতুন পালক যোগ করা বাংলাদেশের সামনে এবার মিশন নিজেদের ক্রিকেট ইতিহাস পাল্টে দেয়ার। প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারানো, তাও আবার তাদেরই মাটিতে। বৃহস্পতিবার সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাজকোটে মাঠে নামতে যাচ্ছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি মাঠে গড়াবে।


সাকিব আল হাসান, তামিম ইকবাল ছাড়া তুলনামূলক নড়বড়ে দল নিয়ে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ। এখন এই দলই বাংলাদেশকে দেখাচ্ছে নতুন স্বপ্ন। রাজকোটের ব্যাটিং স্বর্গে শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারতকে চোখ রাঙ্গানি দিচ্ছে সফরকারী দলটি।।


দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচ জিতে পাল্টে গেছে বাংলাদেশ দলের চেহারা। ভারতকে আবার হারানো সম্ভব, এখন ভাবনা মনে গেঁথে নিয়েছে দলের সবাই। কারণ এই দলটির বিপক্ষেই বারবার জয়ের দরজায় গিয়েও ফিরে আসতে হচ্ছিল বাংলাদেশকে।


সেই গেরো কেটেছে এবার। এগিয়ে যাওয়ার সময় এসেছে বুঝেছে সবাই। যে কারণে গত দিনগুলোতে ফুরফুরে মেজাজে অনুশীলনে সময় পার করেছেন সফরকারী ক্রিকেটাররা। চাপমুক্ত হয়েই মাঠে নামবেন তারা, জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।



promotional_ad

তিনি বলেছেন, 'অবশ্যই এটা দুর্দান্ত সুযোগ। যখন আপনি প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকবেন সব সময়ই সেটা ভালো সুযোগ। ছেলেরাও ভালো কিছু করতে মরিয়া হয়ে আছে। আশা করি, কাল ভালো কিছু করে দেখাতে পারব। শুরুতে আমাদের উপর আসলে কোনো চাপ ছিল না। প্রথম ম্যাচে আমাদের হারানোর কিছু ছিল না। পাওয়ার ছিল অনেক। কালও তেমনি আমাদের পাওয়ার থাকবে অনেক। আমরা আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলব।'


বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও ভারতের আছে অনেক কিছু। ঘরের মাঠে সিরিজ হারাতে চায় না দলটি। জয়ের ধারাবাহিকতায় ফিরতে চায় স্বাগতিকরা। কিন্তু বেশ চাপে আছে ভারত, স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা।


'এই মুহূর্তে পারফর্ম করার জন্য একটা চাপ আমাদের ওপর তো আছেই, সেটা মানতেই হবে। এটা ব্যাটিং, বোলিং বা নির্দিষ্ট কোনো বিভাগের ওপর নয়। চাপ আছে পুরো দলের ওপরেই। আমরা যখন হেরেছি, শুধু বোলিং ইউনিট হিসেবে হারিনি। দল হিসেবেই হেরেছি।'


আসন্ন এই ম্যাচে আগের দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ। তবে উইকেট দেখে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন মাহমুদউল্লাহ।


বোলিং আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জানিয়েছেন, রাজকোটে বোলিং বিভাগে পরিবর্তন আনা হতে পারে। এতে পেসার খলিল আহমেদকে বসতে হতে পারে দলের বাইরে। তার পরিবর্তে সিদ্ধার্থ ঠাকুরকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে।



ঘূর্ণিঝড় 'মাহা' বাংলাদেশ-ভারতের ম্যাচটিকে শঙ্কায় ফেলে দিয়েছিল। বুধবার ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিও নেমেছে। তবে বৃহস্পতিবার সকালে ঝলমলে রোদ উঠেছে রাজকোটের আকাশে। সুতরাং, খেলা মাঠে গড়ানোর সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।


বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ লিটন কুমার দাস,মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।


ভারত সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ার, ঋশাভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার ও শার্দুল ঠাকুর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball