লোকমানকে পরিচালক থেকে বাদ দেয়া কঠিনঃ পাপন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুর্নীতির মামলায় জেল হাজতে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান ভূঁইয়া। এর ফলে তাঁকে বোর্ড পরিচালকের পদ থেকে বাদ দেয়া হতে পারে বলে গুঞ্জন ছিল গত কিছুদিন।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, লোকমানের ব্যাপারে বিসিবির অবস্থান খুবই স্বচ্ছ। তাঁরা আইন মেনেই সামনে এগোচ্ছেন। নির্বাচিত একজন পরিচালককে বাদ দেয়া খুব কঠিন বলে জানিয়েছেন তিনি। লোকমানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য কিছুদিনের জন্য সময় চেয়েছেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে বুধবার নাজমুল হাসান বলেন, ‘এখন আমরা মনে করছি আরও কিছুদিন সময় যাওয়া উচিত। একটা কিছু করার আগে বলতে হবে কেন করছি। একজন কাউন্সিলরকে বাদ দেয়ার কোনো ক্ষমতা নেই তো আমাদের। সে একজন কাউন্সিলর এবং নির্বাচিত ডিরেক্টর। নির্বাচিত ডিরেক্টর বাদ দেয়া খুব কঠিন। আমরা এদের সঙ্গে কথা না বলে হুট করে কিছু করতে পারছি না। আমরা আগে নিয়ম-কানুনগুলো জানতে চাই কী করতে হবে। এরপর যেটা সিদ্ধান্ত নেয়ার সেটা অবশ্যই সিদ্ধান্ত নিব।’
হুট করে একজন পরিচালককে বাদ দেয়া বিসিবির আইন পরিপন্থী বলে মনে করেন নাজমুল হাসান। তাঁরা এমন কিছু করতে চান না, যেটার ফলে বাংলাদেশের ক্রিকেট বিপদে পড়ে যায়। তবে যেটা করা উচিত, সেটা বিসিবি অবশ্যই করবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেছেন, ‘কিছু আইন আছে যা আমার করা না। আমাদের আইন মেনেই চলতে হবে। আগে কী হয়েছে ভুলে যান। আগেও এই আইনই ছিল। আরও বেশি কঠিন কারণ, আমাদের যে সংবিধানটা আছে তা আইসিসির ছাড়পত্র নিয়েই করতে হয়েছে। এমন কিছু হুট করে করতে যাবো যা বাংলাদেশ ক্রিকেট হুট করে বিপদে পড়ে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেটা করা উচিত এবং সম্ভব তা আমরা করব।’
গত ২৭ অক্টোবর লোকমানের বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মোহামেডান ক্লাবের ক্যাসিনোর জন্য ভাড়া বাবদ প্রতি মাসে ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদের মাধ্যমে ২১ লাখ টাকা আদায় করতেন তিনি।
এ ছাড়া তাঁর আয়কর নথিতে সম্পদের বিবরণের সঙ্গে অনুসন্ধানে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই সম্পদের বৈধ উৎস না পাওয়ায় লোকমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরী পাড়ার বাসা থেকে লোকমানকে গ্রেপ্তার করে র্যাব-২।