রানে ভরা উইকেট দেখছেন মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখানে ব্যাটিং বান্ধব উইকেটের প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই মাঠে ১৭০ এর উপরে রান করার মতো উইকেট থাকে। ফলে উইকেট বুঝেই খেলতে হবে বাংলাদেশকে। এখনও অবশ্য উইকেট নিয়ে খুব বেশি ধারণা করতে পারছেন না মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আপনি যদি পরিসংখ্যান দেখেন, এখানে ব্যাটিং করার ভালো উইকেট হবে আশা করছি। ১৭০ এর উপরের উইকেট এটি। উইকেট বুঝে আমাদের খেলতে হবে। আমাদের আগামীকাল এসে দেখতে হবে উইকেট কেমন হয়।'
উইকেট যদি শুষ্ক হয় তবে সেই অনুযায়ী একাদশে পরিবর্তন আনা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। একাদশ নির্বাচনের জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন কেমন হবে একাদশ।
একাদশ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, 'এটা যদি ড্রাই এবং স্টিকি হয় তবে আমাদের পরিকল্পনা বদলাতে হবে। সব কিছু উইকেটের উপরই নির্ভর করছে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।'